টুইটারে আসল সত্য জানালেন শাহরুখ

১১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫০  
টুইট করে এবার ভক্তদের দুশ্চিন্তা দূর করলেন স্বয়ং শাহরুখ খান নিজেই। সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে শাহরুখ খান ভক্তদের জানান দিয়েছেন আসল সত্য। টুইটারে তিনি লিখেছেন, ‘দেখে ভালো লাগে যে আমার অনুপস্থিতিতে অনেক সিনেমাতে আমি চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছে! তবে ভক্তদের জানায় যখন আমি নিজের মুখে কোনো সিনেমার ঘোষণা দেব ঠিক ওই সিনেমাটিই আমি করবো। আর বাকিগুলো পুরোটাই গুজব।’ https://twitter.com/iamsrk/status/1170495714985512960 শাহরুখের এই টুইটে পানি আর দুধ পরিষ্কারভাবেই আলাদা হয়েছে। আসলে ‘জিরো’র পর এখনও পর্যন্ত শাহরুখ কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হননি। এরআগে খবর রটেছিলো- সালমান খানকে ছেড়ে ‘ভারত’-এর নির্মাতা আলি আব্বাস জাফর নাকি নাও ভিড়িয়েছে শাহরুখ খানের ঘাটে। খুব শিঘ্রই বলিউড বাদশাকে নিয়ে আলি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ থেকে সালমান খান সরে এলে ওই সিনেমাতেও নাকি যুক্ত হয়েছেন কিং খান। এই খবরেও নড়ে চড়ে বসেছিলেন শাহরুখ ভক্তরা। কিন্তু মাঝ পথে এসে শোনা যাচ্ছে আরেক খবর। লীলা বানসালির ‘ইনশাল্লাহ’তে নাকি রণবীর কাপুরের অভিনয় করবেন। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে। গণমাধ্যমগুলো জানিয়েছে সালমানের স্থান শাহরুখ নয়, দখল করেছেন রণবীর কাপুর। এমন খবর প্রকাশের পর এই তারকাদের ভক্তরা পড়ে গিয়েছেন দুশ্চিন্তায়। কারণ কখনও শাহরুখ তো কখনও আবার রণবীর!